মিজানুর রহমান মিলন, শেরপুরঃ শেরপুরে এসএসসি-৮৬/৮৭ ব্যাচের বন্ধুদের সমন্বয়ে “সার্কেল-৮৬/৮৭” এর পুরাতন কমিটি ভেঙ্গে নতুন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ২০ মে শুক্রবার রাতে শেরপুর জেলা শহরের নিউ মার্কেটস্থ হোটেল পালকি’র হল রুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ সমন্বয় কমিটি গঠন করা হয়।

৭ সদস্যের এই সমন্বয় কমিটি আগামী এক বছর সংগঠনের নানা কর্মকান্ড পরিচালনা করবেন।

কমিটির সদস্যরা হলেন, কবি ও সাংবাদিক রফিক মজিদ, প্রভাষক মো. শওকত হোসেন, পরিবহন ব্যবসায়ী শুভ্র রায়, ব্যাংকার গোলাম সাদী, হিরেন্দ্র মোহন বল এ্যাপোলো, ব্যবসায়ী প্রশান্ত সাহা ও সুশান্ত দে।

সংগঠনের পুরাতন কমিটির সভাপতি ডা. রুহুল কুদ্দস রুপম জরুরী কাজের জন্য শেরপুরের বাইরে থাকায় অনলাইনে তার সম্মতিক্রমে সংগঠনের সহ সভাপতি কানু চন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়েন উদ্দিন মাহমুদ জয় এর সঞ্চালনায় সভার কাজ শুরু হয়। এরপর ইতিমধ্যে সংগঠনের প্রয়াত দুই বন্ধু গৌতম সাহা ও নুরে আলম এর স্মরনে এক মিনিট নিরবতা এবং শোক প্রস্তাব গ্রহন করা হয়।

পরে সংগঠন গতিশীল করতে এবং নতুন কমিটি গঠনকল্পে মুক্ত আলোচনায় সভায় উপস্থিত বন্ধুদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য উল্লেখিত ৭ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়।

পরে রাতের খাবারের মাধ্যমে সার্কেলের বার্ষিক সাধারণ সভা ও বন্ধু আড্ডা শেষ করা হয়।