মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা পুলিশের শুদ্ধাচার ও মানবিক পুলিশিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে শনিবার শেরপুর জেলা পুলিশ লাইন্সের কৃষ্ণচূড়া হলরুমে পুলিশের শুদ্ধাচার ও মানবিক পুলিশিং বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় জনগণের সাথে পুলিশের আচার-আচরণ এবং সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা সহ মানবিক পুলিশ হিসেবে জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে পুলিশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।

শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়ের নির্দেশনায় প্রশিক্ষনার্থীদের শুদ্ধাচার ও মানবিক পুলিশিং বিষয়ে দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, ডিআইও-১ মোঃ জাহাঙ্গীর আলম।