দেশে গত ৪ মাসে ৬ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এসময় মৃত্যু হয়েছে ৮ জনের। গতকাল শনিবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। তবে বর্তমানে আইসিডিডিআর,বির মহাখালী হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ কিছুটা কম।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারা দেশে মার্চের চেয়ে এপ্রিলে ডায়রিয়ায় বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মার্চে ৬৪ জেলায় মোট আক্রান্ত ছিল ১ লাখ ৭০ হাজার ২৩৭ জন। এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১৫ হাজার ৩৩৩ জনে। আর গত ৪ মাসে মোট আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৯৪৪ জন
আইসিডিডিআর,বি সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে বর্তমানে দৈনিক গড়ে ৫০০ রোগী ভর্তি হচ্ছে। গত মার্চ ও এপ্রিলে দৈনিক হাজারের বেশি রোগী এ হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে।
গত মার্চ ও এপ্রিলে দৈনিক হাজারের বেশি রোগী এ হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে। গত ৪ মাসে ডায়রিয়ায় ঢাকা জেলার পর সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ঝিনাইদহ জেলায়। ঢাকায় আক্রান্ত ২৭ হাজার ৩৪৩ জন,
আর ঝিনাইদহে ২৩ হাজার ৩৩০ জন। এছাড়া সবচেয়ে কম আক্রান্ত হয় লালমনিরহাট জেলায়। এ জেলায় ৪ মাসে ১ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছে।
বিভিন্ন কারণে ডায়রিয়া হতে পারে। তবে মূলত পরিপাকতন্ত্রে ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের কারণে ডায়রিয়া হয়। মূলত অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি খাবার এবং দূষিত পানি ডায়রিয়ার অন্যতম কারণ। বিশেষ করে পানির কারণে এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। তাই যথেষ্ট সচেতন থাকার পরামর্শ চিকিসৎকদের। বিশেষ করে খাবার ও পানীয় গ্রহণের বিষয়ে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।