একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। মাঙ্কিপক্স শনাক্তের তালিকায় এবার যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত, চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়ার নাম। মঙ্গলবার দেশ তিনটি মাঙ্কিপক্স শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
নতুন করে আরও তিনটি দেশে শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স ভাইরাস। মঙ্গলবার (২৪ মে) এই দেশ তিনটিতে প্রথমবারের মতো এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
বুধবার (২৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নতুন করে যে তিনটি দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেগুলো হচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইউরোপের দুই দেশ চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়া।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, তাদের দেশে একজন ভ্রমণকারীর শরীরে মাঙ্কপক্সের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি পশ্চিম আফ্রিকা সফর করেছিলেন এবং সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন তার চিকিৎসা চলছে। ইউএই কর্তৃপক্ষ বলছে, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে আমিরাতে সংক্রমণ শনাক্ত হয়েছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য অনুসারে, মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির অসুস্থতা খুব বেশি মাত্রায় হয় না। বেশির ভাগ ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যেই মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন। ভাইরাসটি খুব সহজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে না। ব্যাপক মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোনো টিকা এখনো আবিষ্কৃত হয়নি। তবে গুটি বসন্তের টিকা এই রোগ থেকে ৮৫ ভাগ সুরক্ষা দেয়। কারণ দুটি ভাইরাসের ধরন প্রায় একই রকমের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।