এবার ঈদে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত ২টি সিনেমা মুক্তি পেয়েছে। একটি এম রাহিম পরিচালিত ‘শান, অপরটি এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’। সিনেমা ২টি ভালো ব্যবসা করছে। এবার শোনা যাচ্ছে, নতুন প্রোজেক্টের মিটিং করতে আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, পূজার নতুন ছবির প্রযোজক যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যবসায়ী। ওই প্রযোজক আগেও দুটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। সব কিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন পূজা। সেজন্য অবশ্য ভিসা ও আনুষঙ্গিক কিছু প্রস্তুতির ব্যাপার রয়েছে।

নতুন সিনেমার মিটিং করতে আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পূজা চেরি। পূজার নতুন ছবির প্রযোজক আমেরিকা প্রবাসী এক ব্যবসায়ী। ওই প্রযোজক আগেও তার দুটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। সব কিছু ঠিক থাকলে এবং ভিসা পেলে শিগ্রই আমেরিকায় উড়াল দেবেন পূজা।

গুঞ্জন রয়েছে শাকিব খান হতে পারেন তার নতুন ছবির নায়ক। পূজা আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিলেও সিনেমার শুটিং বাংলাদেশেই হবে এমনটা জানা যায়।

কারণ সেখানে পুরো সিনেমার শুটিং খরচ অনেক বেশি হবে। তবে কিছু গান ও সামান্য কিছু দৃশ্যধারণ হতে পারে আমেরিকায়। সিনেমার বেশির ভাগ শুটিং হবে বাংলাদেশেই।