কমদামি স্মার্টফোন বাজারে আনবে না বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটি বলছে, এখন থেকে ভারতের বাজারে ১৫ হাজার টাকার নিচে স্যামসাংয়ের কোনো ধরনের ফোন পাওয়া যাবে না।
যদিও ১০ থেকে ২০ হাজার টাকার ফোন বেশি বিক্রি হয়। স্যামসাং ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ডিক্সন নামের একটি সংস্থা বর্তমানে ভারতে স্যামসাং ব্র্যান্ডের কম বাজেটের যত ফোন তৈরি হয় সবগুলোই তৈরি করে থাকে তারা।
ডিক্সন চলতি বছরের ডিসেম্বর মাসে সর্বশেষ বাজেট ফোন তৈরি করবে। তারপর আর কোনো কম বাজেটের ফোন তৈরি করা হবে না। এর মাধ্য দিয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে ভারতে কম বাজেটের ফোন বিক্রি পুরোপুরিভাবে বন্ধ হতে যাচ্ছে।
জানা গেছে, ফের বেশি দামের ফোন এবং ফ্ল্যাগশিপ ফোনের মাধ্যমে দাঁড়াতে চাইছে স্যামসাং। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, জুনে যে ত্রৈমাসিক শেষ হতে যাচ্ছে সেখানে আয় অনেকটাই বাড়াতে হবে।
যদিও বিগত বছরগুলোর তুলনায় প্রতিষ্ঠানটি অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। আর এখন থেকে ১৫ হাজারের উপরে যে স্মার্টফোন বাজারে ছাড়া হবে তার সবই হবে ফাইভজি ফোন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।