বাংলাদেশের জনপ্রিয় ইংরেজি পত্রিকা ‘দ্য ডেইলি ট্রাইব্যুনাল’ ২০১৪ সালে প্রথম আত্মপ্রকাশের পর দীর্ঘ ৮ বছর অতিক্রম। এ উপলক্ষে শনিবার (২৮ মে) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার পত্রিকার কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে পত্রিকাটি। ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম’সহ বিভিন্ন মিডিয়া ও গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত প্রতিষ্ঠানটি।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শিহরণ রশিদ, সহকারী সম্পাদক ও বিজেএফ এর সভাপতি সাহিদুল ইসলাম সাহিদ, সাধারণ সম্পাদক ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক জাফরুল আলম, সিনিয়র সহ-সভাপতি নাসরিন গীতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল হক পাভেল, সদস্য ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য মনসুর আহমেদ, নাসরিন সুলতানা, জয় সুমন প্রমুখ।
দ্য ডেইলি ট্রাইব্যুনাল অনেক চড়াই উৎরাই পার হয়ে আজ পাঠকদের কাছে নতুন বার্তা নিয়ে আসছে। দ্য ডেইলি ট্রাইব্যুনাল পাঠকদের মন জয় করে দেশের উন্নয়ন, জনগনের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের নতুন নতুন খবর পরিবেশন করে আসছে।
দ্য ডেইলি ট্রাইব্যুনাল আগামী দিনগুলোতে পাঠকদের মন জয় করে এগিয়ে যাক- ‘দৈনিক কলম কথা‘ সেই কামনা করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।