ঠাকুরগাঁওয়ে প্রথমবর্ষপূর্তি ও মিলনমেলা:-
ঠাকুরগাঁও সদর প্রতিনিধি :
ইউনিয়ন পরিষদ হিসাব-সহকারি কাম কম্পিউটার অপারেটর ঠাকুরগাঁও জেলা শাখার প্রথমবর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ হিসাব- সহকারি কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও ইএসডিও’র মেধা বিকাশ কেন্দ্রে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে, এম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক স্থানীয় সরকার নুর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ার্যান মোশারুল ইসলাম সরকার, ইউনিয়ন পরিষদ হিসাব-সহকারি কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখা সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সুজন তিলক, দপ্তর সম্পাদক প্লাবন রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক ড. কে, এম কামরুজ্জামান সেলিম বলেন, ইউনিয়ন পরিষদ হিসাব-সহকারি কাম কম্পিউটার অপারেটর পদটি তৃণমুলের স্থানীয় সরকারকে আরো বেশি সেবামুলক, গণমুখি ও শক্তিশালী করতে সহায়ক ভুমিকা পালন করবে। তাই এপদে নিয়োগ প্রাপ্তদের আরো দক্ষ ও কর্মক্ষম করতে সব ধরণের পদক্ষেপ নেবে উপজেলা ও জেলা প্রশাসন।
বক্তারা স্থানীয় সরকারের সবচেয়ে ছোট অথচ শক্তিশালী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ হিসাব- সহকারি কাম কম্পিউটার অপারেটরদের কাজ ও তাদের কাজের গুরুত্ব তুলে ধরে উক্ত পদটি আরো আধুনিক ও কর্মমুখি করার তাগিদ দেন। এসময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কর্মকতৃাবৃন্দ ও জেলার সকল ইউনিয়ন পরিষদ হিসাব- সহকারি কাম কম্পিউটার অপারেটররা উপস্থিত ছিলেন.
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।