বিরামপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান
নয়ন হাসান,বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের আ.লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১৩ই মার্চ) শনিবার দুপুর ১২টায় দিওড় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও প্রীতি ভোজের আয়োজন করেন। বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলমে সভাপতিত্বে বক্তব্য রাখেন-দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সভাপতি আকরাম হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডা. নুরুল হক, সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান,সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক,ইউপি সদস্যদ্বয় আনতাজ আলী,মিন্টু হোসেন ও একলাছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে (চেয়ারম্যান)হাফিজুর রহমান বলেন- আমি নির্বাচনে জয়লাভ করার পর থেকে দিওড় ইউনিয়ন বাসীর উন্নয়নে সার্বিক ভাবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছি এবং কোভিট-১৯, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের প্রতিটি ওয়ার্ডে অন্তর্ভুক্ত প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি ঘরে ঘরে মানুষের মাঝে মাস্ক ও খাদ্য দ্রব্য বিতরণে সকলের নিকট পৌছে দিয়েছি ও জনসচেতনতা সৃষ্টি করছি। উন্নয়নে ধাঁরাবাহিকতার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে রাস্তা ঘাট,ব্রীজ,কালভার্ট করছি। জনসাধারণের মধ্যে ভাতাভোগীর উন্নয়ন মূলক কার্যক্রম জোরাল ভাবে কাজ করে আসছি।
তিনি আরো বলে-আমার ইউনিয়নের কোন অসহায় ব্যক্তি আমার কাছে আসে কখন আমার থেকে খালি হাতে কেউ ফেরৎ যায় নি, যা করেছি জনগণের জন্য করেছি,দিওড় ইউনিয়নবাসীর জন্য করছি। পরিশেষে সাংবাদিকদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এসময় সকল ইউপি সদস্যবৃন্দ, সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।