দিন দিন জোরালো হচ্ছে লিভারপুলের তারকা ফরোয়ার্ড সাদিও মানের ক্লাব ছাড়ার গুঞ্জন। বেনিনের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে সেনেগালের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাদিও মানে বলেছেন, ‘সবার মতো আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে আছি এবং সবার মন্তব্য দেখি।
সেখানে তো প্রায় ৬০-৭০ শতাংশ সেনেগালিজ চায় আমি লিভারপুল ছাড়ি, তাই না? তারা যা চায়, আমি সেটাই করব।’ গত সপ্তাহে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা দিয়ারিও এএস জানিয়েছিল, এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে লিভারপুলকে জানিয়েছেন মানে।
সেজন্য মানের জন্য লিভারপুলকে তারা ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠাবে বলেও গুঞ্জন শোনা গেছে। তবে লিভারপুল আদৌ তাকে এই মৌসুমে ছাড়বে নাকি আগামী গ্রীষ্মে বর্তমান চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাকে অ্যানফিল্ডে রেখে দেবে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
যদিও মানে বা লিভারপুল এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি।এদিকে মানেকে দলে ভেড়াতে উন্মুখ হয়ে আছে জার্মান চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।