ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
বিএনপি- জামাত কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তিমূলক বক্তব্য প্রদান, হত্যার হুমকি ও দেশে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চন্দনাইশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।
৪ জুন বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পৌরসভা আ’লীগের আহবায়ক কায়সারউদ্দিন চৌধুরী। পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী ও এম.লোকমান হাকিম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু আহমদ জুনু, মাষ্টার হুমায়ন কবির, কায়সার উদ্দিন চৌধুরী, আমিন আহমদ চৌধুরী রোকন, শাহাদৎ নবী খোকা, এস এম সায়েম, এডভোকেট খোরশেদ বিন ইসহাক, ফয়সাল মনসুর, সিরাজুল ইসলাম চৌধুরী, এম হেলালুদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, যুবলীগ নেতা মাঈনুদ্দিন বাচা, এম এ মুছা, ছাত্রলীগ নেতা মাসুদ চৌধুরী, জসিমুদ্দিন চৌধুরী প্রমুখ।
পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া পুরাতন কলেজগেইট চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেইটে এসে শেষ হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।