খুলনার পাইকগাছায় বিল্লাল হোসেন মোড়ল (৩৫) নামে এক ভূয়া মেজর পরিচয়দানকারী ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পাইকগাছা থানা পুলিশ।তিনি দেড় বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামী।
আটক বিল্লাল হোসেনের বাড়ি উপজেলার বাতিখালী গ্রাম।তিনি মৃত শহর আলী মোড়লের ছেলে।
থানা পুলিশ জানায়, খুলনার জি,আর ১০৯/১৮ মামালায় আদালত তার বিরুদ্ধে সাজা হয় । শুক্রবার (৩ জুন) রাতে এসআই সুজিত, এএসআই নাজমুল ও সাইফুল বিল্লাল হোসেনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, ‘ আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সে বিভিন্ন জায়গায় মেজর পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছিল। এর আগেও সে একাধিকবার গ্রেফতার হয়।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।