বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জন্মস্থান চট্টগ্রাম পুড়ছে। সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুনের ঘটনার মাঝে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতেই বেড়ে গিয়েছে হতাহতের সংখ্যা।
শনিবার রাতে আগুন লাগার পর একের পর এক মৃত্যু সংবাদে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম। বেড়ে চলেছে আহত মানুষের সংখ্যাও , ঔষধ আর রক্তের জন্য দিক বেদিক ছুটছে স্বজনেরা।
এসব ব্যথিত করে তুলেছে তামিম ইকবালকে। প্রাণ বাঁচাতে আকুতি জানিয়েছেন সাধারণ মানুষকে। ভোর রাতে ফেসবুক পোস্টে আহ্বান জানিয়েছেন, যে যেভাবে সাহায্য করতে পারেন যাতে মানুষের পাশে দাঁড়ায়।
চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোর আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট।
শনিবার (৫ জুন) রাত ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জন। এ ঘটনায় আহত হয়েছেন চার শতাধিক মানুষ।
এদিকে, এই ভয়াবহ পরিস্থিতিতে আহতদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের ছেলে এবং জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। তিনি চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে অনুরোধ করেছেন চট্টগ্রাম মেডিকেলে অবস্থান নেয়ার জন্য।
ফেসবুকে তামিম লিখেন, ’চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে অনুরোধ করবো চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করার জন্য। সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা অনেক, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে।
দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এক্ষুণি ছুটে যান, আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত রক্তযোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন। মানুষ মানুষের জন্য।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।