মোঃ ইমরান উপজেলা,মাগুরা প্রতিনিধিঃ
আজ ১৩ই মার্চ ২০২১ রোজ শনিবার মাগুরা জেলায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ায় শনিবার সকালে মাগুরা শহরে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা ছাত্রলীগ। আজ সকাল ১১.০০ঘটিকায় দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তারা এই আনন্দ শোভাযাত্রা বের করে। মাগুরা শহরের জামরুল তলায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া এই আনন্দ শোভাযাত্রা সারা শহর প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে। মাগুরা জেলা ছাত্রলীগের সুযোগ্য সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার নেতৃত্বে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।এ সময় বক্তারা বলেন,দেশের এই অর্জন জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের জন্য। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মডেল দেশ হিসেবে পরিনত হয়েছে। এখন সারা পৃথিবীর মানুষ শেখ হাসিনাকে উন্নয়নের কারিগর বা ম্যাজিক লেডি হিসেবে আখ্যায়িত করেন যা দেশের জন্য অত্যন্ত সুনামের।তাই দেশকে আরও উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এবং এর দায়িত্ব সামনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ছাত্রলীগকে।এসময় উপস্থিত সকলে মুহুর্মুহু করতালির মাধ্যমে স্বাগত জানায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।