মঙ্গলবার শুভ জন্মদিন পালন করলেন চিত্রনায়ক ফেরদৌস। আর বিশেষ এই দিনে উপহার পেয়ে চমকে গেলেন তিনি। জন্মদিনেই তো উপহার মিলবে, এতে চমকে যাওয়ার কি আছে? তবে ফেরদৌস জানালেন, উপহারটি এতো বিশাল যে, না চমকে যাওয়া ছাড়া উপায় নেই। জন্মদিনে ৫ হাজার বর্গফুটের ফ্ল্যাট উপহার পেয়েছেন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত তারকা! এবার পাঠকও চমকে গেছেন নিশ্চিত। কে দিল এমন বড় মাপের উপহার?
এতো বিশালায়তনের ফ্ল্যাট! ফেরদৌস জানালেন, এ উপহার দিয়ে তাকে চমকে দিয়েছেন তার-ই সহধর্মিণী তানিয়া আহমেদ। ফেরদৌসের স্ত্রী তানিয়া বাংলাদেশ বিমানের পাইলট। স্বামী শুটিংয়ে আর স্ত্রীর বিমানে উড়েই যত ব্যস্ততা। তাই ফেরদৌসের জন্মদিনে বিশেষ আয়োজন রাখেন তানিয়া। চমকে দেন স্বামীকে। এবারের চমকটা বেশি বড় ধরনের করে ফেললেন তানিয়া। মঙ্গলবার ফেরদৌস বলেন,
আজ একটি অসাধারণ উপহার পেয়েছি। এটা একেবারেই অবাক করার মতো। আর উপহারটি পেয়েছি আমার স্ত্রীর কাছ থেকেই। জানা গেছে, ফেরদৌসের স্ত্রীর উপহারের ফ্ল্যাটটি বনানী ডিওএইচএস এলাকায়। এর মূল্য কোটি টাকা ছাড়িয়ে। ফেরদৌস জানান, এদিন দুপুরে তাকে নিয়ে একটি অফিসে যান তানিয়া। যেখানে গিয়ে ফেরদৌস জানতে পারেন, তাকে পাঁচ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট উপহার দিচ্ছেন তানিয়া। এবারের ঈদে ফ্ল্যাটের চাবি হাতে পাবেন তিনি।
এ নায়ক বলেন, ‘বিয়ের পর থেকে সব সময় কোনো না কোনোভাবে এই দিনে আমাকে চমকে দেয় তানিয়া। তবে এবারেরটা ধারণার বাইরে। নিঃসন্দেহে এটা ভীষণ আনন্দের সংবাদ। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই। ২০০৪ সালের ৯ ডিসেম্বর বৈমানিক তানিয়াকে বিয়ে করেন ফেরদৌস। নুজহাত ও নামিরা নামে তাদের দুটি মেয়ে রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।