ভারতের রাজধানী দিল্লির কাছে একটি মন্দিরে পানি পান করতে গিয়ে বর্বর নির্যাতনের শিকার হয়েছে আসিফ নামে এক মুসলিম শিশু।
শিশুটির ওপর নৃশংসতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে নেটিজেনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। খবর আনাদোলুর।
পুলিশ পরে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে শিশুটির ওপর পশুর মতো হামলে পড়া বর্ণবাদী ওই দুর্বৃত্তকে শনিবার গ্রেফতার করেছে।
ভারতের রাজধানী থেকে ৩৩ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এ মধ্যযুগীয় বর্বরতার ঘটনাটি ঘটে।
গাজিয়াবাদ পুলিশের মুখপাত্র বরুণ কুমার গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের ভিডিওটি দেখে এ ঘটনায় গ্রেফতার শ্রীংগি নন্দ যাদব নামে এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ২০২১ সালে প্রকাশিত তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০১৪ সালে ভারতে কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর থেকেই দেশটিতে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের ওপর ভয়াবহ নির্যাতন শুরু হয়।
এসব ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ তাদের গ্রেফতার করে না। পরে চার্জশিট থেকেও এদের নাম বাদ পড়ে যায়।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরনের বর্ণবাদী হামলায় কট্টর হিন্দুত্ববাদীরা পিটিয়ে মুসলিমসহ ৫৩ সংখ্যালঘুকে এ পর্যন্ত হত্যা করেছে। গুরুতর আহত ও পঙ্গু করেছে আরও দুই শতাধিক সংখ্যালঘুকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।