লালমনিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুন) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রী শৈলান্দ্র কুমার রায়, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় শ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি লালমনিরহাটের সাধারণ সম্পাদক সুলভ চন্দ্র বর্মণ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ চন্দ্র রায়, লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।