চোখভর্তি স্বপ্ন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়েছিল ফরহাদ কবির স্বাধীন। ডাক্তারদের ভুল চিকিৎসা এবং দারিদ্রতার রেষাণলে পড়ে মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছে সে। বাঁচার জন্য করছেন মিনতি।
রমজানের ছুটিতে বাড়ি গেলে স্বাধীনের অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যুশয্যায় চলে যায় সে। একই অঙ্গে দুইবার অস্ত্রপচারের ফলে ইনফেকশনের সৃষ্টি হয়। চারটি হাসপাতাল বদল করে বর্তমানে সে সাতক্ষীরা ইসলামি কমিউনিটি হাসপাতালে চিকিৎসারত আছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বাধীনের বাবা পেশায় একজন ভ্যানচালক। ছয় সদস্যের পরিবারে সে দ্বিতীয় সন্তান। এক মাসের অধিক সময় ধরে হাসপাতালের খরচ মেটাতে গিয়ে তার পরিবার এখন নিঃস্ব প্রায়। চিকিৎসার জন্য আরও দুই লক্ষাধিক টাকা প্রয়োজন। তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এতোদিন পাড়া-প্রতিবেশীদের সহায়তায় চিকিৎসা চলে তার। দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা চেয়েছেন স্বাধীনের পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ/নগদ: ০১৭৪০১২৭০৪৯, নগদ: ০১৯১১৮৪২৮৩০।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।