সুদর্শন চক্রবর্ত্তী ভাংগা উপজেলা প্রতিনিধি:ভারতের ক্ষমতাসীন দলের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দান কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ফরিদপুর জেলাধীন ভাংগা উপজেলার সুয়াদী বিশ্বরোড মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি আয়োজন করে সুয়াদী এলাকার সর্বস্তরের জনগণ ও তৌহিদী জনতা।
আজ শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের পর সুয়াদী বিশ্ব রোড মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে দুই শতাধিক ধর্মপ্রাণ মুসলমান এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ভারতীয় পণ্য বয়কট সহ বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দান এর ফাঁসি দাবী করেন। এছাড়া মানববন্ধনে সংশ্লিষ্ট বিজেপি নেতা ও নেত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবী করেন। তারা বলেন, আমরা মুসলিম পরিবারের সন্তান হিসেবে আমাদের নবীকে নিয়ে কেউ যদি কোন কটুক্তি করে আমরা সেটা মেনে নিবো না।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগন ও তৌহিদী জনতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।