আজ ১০ জুন শুক্রবার ২০২২ অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ২০২১-২২ ভর্তি পরিক্ষা। প্রতিদিনের মতো আজও আগত ভর্তিপরীক্ষার্থীদের সেবায় দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যায়গায় নির্দিষ্ট ছাত্রলীগের ইউনিট শিক্ষার্থীদের ফোন, প্রয়োজনীয় কাগজপত্র হেফাজতে রাখে এবং পরিক্ষার পর তা বুঝিয়ে দেয়।
অমর একুশে হল ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনে। আজ প্রতিদিনের মতো তাদের কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ. মনন আমাদের জানান-” আমরা ভর্তি পরিক্ষার্থীদের মোবাইল, মানিব্যাগ ও বিভিন্ন কাগজপত্র জমা রাখছি, যাতে তারা নির্বিঘ্নে পরিক্ষা দিতে পারে। এবং পরিক্ষা শেষে আমরা তাদেরকে সব ফিরিয়ে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সবগুলো ইউনিট বিভিন্ন স্থানে একইভাবে কাজ করছে। অবশ্যই আমরা নিজের দায়িত্ববোধ থেকে তা অব্যাহত রাখবো।”
- নৈতিকতা যখন হুমকির মুখে, তখন আগমন ঘটেছে মহামানবদের
- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি! আয় কম খরচ বেশি, বিপাকে নিন্ম আয়ের মানুষ
গত ৩ জুন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা শুরু হয়েছে। ভর্তি পরিক্ষা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষার্থী সহায়তা ও তথ্য কেন্দ্র স্থাপন করা হয়। সাথে শিক্ষার্থীদের সুপেয় পানি বিতরন করা হয় ও অভিবাবকদের বিশ্রামের ব্যাবস্থা করা হয় অমর একুশে হল ছাত্রলীগের পক্ষ থেকে। যা ইতিমধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।