বিদেশি কোনো ইস্যু নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেছেন, ‘যারা এটা করতে চাইবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।’ গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌর আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আজ গাইবান্ধায় ইমাম-ওলামা পরিষদসহ কয়েকটি সংগঠনের মিছিল থেকে পৌর আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে হামলা-ভাঙচুর করা হয়েছে। বিশ্বনবীকে অবমাননা যেখানেই হোক, বিশ্বের যে প্রান্তেই হোক, আমরা তার তীব্র নিন্দা জানাই।
‘সেই ইস্যুকে কেন্দ্র করে সম্মেলন মঞ্চে হামলা কেন? এটা যারা করেছে, তারা কোন ধরনের মুসলিম আমাদের জানা আছে। এ ন্যক্কারজনক ঘটনায় জড়িত কয়েকজন গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।’
পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।