মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয়েছে।
ইতোমধ্যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হাওড়া রণক্ষেত্রে পরিণত হওয়ায় সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় মুসল্লিদের লাগাতার বিক্ষোভের জেরে সেখানে ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।

বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবরোধ না করার আবেদন জানিয়েছিলেন বিক্ষোভকারীদের। কিন্তু তার আবেদনে সাড়া দেননি বিক্ষোভকারীরা। শুক্রবার থেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে প্রতিবাদকারীরা।

এদিকে পরিস্থিতি সামাল দিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের জেরে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। এমন উদ্বেগজনক পরিস্থিতির কথা উল্লেখ করে এদিন রাজ্যপাল জগদীপ ধনকড়কে ই-মেইলে চিঠি পাঠান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, প্রতিবাদের নামে বিশৃঙ্খলা চলছে। সেনা নামিয়ে পরিস্থিতি সামাল দেয়া উচিত প্রশাসনের বলে দাবি করেন তিনি।
এ ছাড়া সাহারানপুর, মোরাদাবাদ, প্রয়াগরাজ, ফিরোজাবাজ, লখনউ, কানপুর, লুধিয়ানা, নবি মুম্বই, রাঁচি, আহমেদাবাদ, তেলেঙ্গানা, শ্রীনগর ও কলকাতার পার্ক সার্কাসের সামনেও প্রতিবাদ মিছিল বের হয়।

এরমধ্যে কিছু জায়গায় বিক্ষোভকারীদে ওপর লাঠিচার্জ করে পুলিশ। বিশেষ করে পশ্চিমবঙ্গের হাওড়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যপক সংঘর্ষ হয়েছে। আন্দোলন যেন না ছড়ায় সেজন্য ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত সেখানে ইন্টারনেট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।