করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম।
তিনি বলেন, ‘মন্ত্রীর গায়ে জ্বর থাকায় পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি এখন বাসায়ই অবস্থান করছেন। বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া তার তেমন কোনো জটিলতা নেই।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।