চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত ফায়ার ফাইটার মো. গাউসুল আজম (২২) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গাউসুল আজমের বাসা যশোর জেলার মনিরামপুর থানার খাটুয়াডাঙ্গা গ্রামে। গাউসুল আজমের মা বাবা ও স্ত্রীসহ একটি পুত্র সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা।
রোববার (১২ জুন) ভোর সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ড. আইউব হোসেন।
তিনি বলেন, শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়। নিহত গাউছুল আজমের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।