ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের তিন দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নিচ্ছে টাইগাররা। প্রথম দিনটা ব্যাটিং করে কাটিয়েছে বাংলাদেশ দল।
দ্বিতীয় দিন অবশ্য বোলাররা প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে এরমধ্যেই উজ্জ্বলতা ছড়িয়েছেন টাইগার পেসার ইবাদত হোসেন।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১১ জুন) ৬ উইকেটে ২৭৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। তামিম ইকবালের অপরাজিত ১৬২ রানের ইনিংসের সৌজন্যে বাংলাদেশ দল ৭ উইকেটে ৩১০ রান করে ইনিংস ঘোষণা করে। ২৮৭ বলে ২১টি চার ও ১টি ছক্কা ছিল তামিমের ইনিংসে।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ও জেরেমি সলোজানোর সৌজন্যে শুরুটা ভালো হয়েছে স্বাগতিকদের। ত্যাগনারায়ণ ৫৯ রান করে রেজাউর রহমানের বলে বোল্ড হলেও দিন শেষে ৮৩ রানে অপরাজিত আছেন সলোজানো।
২৬ বছর বয়সী এই ওপেনারের ইনিংসে ভর করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ ৬৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০১ রানে দিন শেষ করেছে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ফাস্ট বোলার ইবাদত হোসেন। আগামী ১৬ জুন অ্যান্টিগায় প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
দ্বিতীয় দিন বাংলাদেশ দলের ৬ বোলার হাত ঘুরিয়েছেন। ইবাদত ও রেজাউর ছাড়া বাকিরা উইকেট শুন্য ছিলেন। তবে উইকেট শিকারি দুই বোলারই বেশ খরুচে বোলিং করেছেন।
ইবাদত ১২ ওভারে ৫১ রান দিয়েছেন, রেজাউর ১৩ ওভারে ৪৭। তবে মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ উইকেট না পেলেও রান থামিয়ে রেখেছেন।
মিরাজ ১৩ ওভারে মাত্র ২৫ রান দিয়েছেন, খালেদের ১২ ওভার থেকে ৩১ রান নিতে পেরেছে উইন্ডিজরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।