করোনা মহামারি শুরুর আগে নির্মাতা প্রদীপ সরকার প্রিয়া রাজবংশের বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নানা কারণে সিনেমাটি শুটিংফ্লোরে না গড়ালেও এবার আলোর মুখ দেখতে যাচ্ছে বায়োপিকটি। বর্তমানে সিনেমাটির স্ক্রিপ রচনা ও গবেষণার কাজ চলছে। এমনকি সিনেমাটির জন্য অভিনেত্রীর খোঁজ করছেন নির্মাতা। বলিউডে জোর গুঞ্জন চলছে প্রিয়া রাজবংশের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
নির্মাতার পছন্দের তালিকার শীর্ষে থাকা এই অভিনেত্রীর সঙ্গে এরইমধ্যে নাকি প্রাথমিক কথাও সেরেছেন সংশ্লিষ্টরা। যদিও সেই তালিকায় ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরের নামও রয়েছে। এমনকি করোনার আগে তাদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছিলেন নির্মাতা।
তবে সিনেমাটির প্রযোজকদের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, তারা কারিনা কাপুরের সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু পরে তিনি গর্ভবতী হওয়ায় কথোপকথনটি আর এগোতে পারেনি। বর্তমানে প্রদীপ সরকার প্রিয়া রাজবংশের চরিত্রে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীকে কাস্ট করতে চাচ্ছেন।
করণের ঘটকালিতে বিয়ের পিঁড়িতে কিয়ারা! করণের ঘটকালিতে বিয়ের পিঁড়িতে কিয়ারা! আরও বলেছে, জ্যাকুলিন সিনেমাটি করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু চরিত্রের সঙ্গে যে অভিনেত্রীকে নির্মাতা মানানসই মনে করবেন তাকে কাস্ট করবেন। শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘সিনেমাটি আমি করছি সেটা এখনই বলতে পারছি না। সবে প্রাথমিক আলোচনা হয়েছে। সিনেমাটির গল্প ও চরিত্র আমার পছন্দ হয়েছে। তাছাড়া বায়োপিকে অভিনয়ের আগ্রহ আমার বরাবরই রয়েছে। তাই সুযোগ পেলে কাজটি হাতছাড়া করব না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।