মোঃ আলমগীর হোসেন, (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন।
১৩জুন সোমবার সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বেরুতে চাইলে পুলিশ নেতা কর্মীদের আটকিয়ে দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করে। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি বাদশা মিয়া,সাধরণ সম্পাদক শাহজালাল কাজল,পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন।
সমাবেশে বক্তার বলেন, সরকার বাজার নিয়ন্ত্রনে সম্পুর্ন ব্যর্থ হয়েছে। বিনাভোটের সরকার দেশের আইন শৃংখলা নিয়ন্ত্রন না করে দলীয় লোক দিয়ে বিএনপির নেতা কর্মীদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করছে। গ্যাসের দাম বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের লাগামহীন উর্দ্ধগতি মানুষের জীবন কে দুর্বিসহ করে তুলেছে। এসময়, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা,আবুল ফজলভুইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমরফারুক,
জামাল উদ্দিন জালাল,ইসমাইল হোসেন সিরাজী,সদস্য সচীব ফোরকান ইমামী মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাব্রাহীম,সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম,তাইন্দং নিয়ন সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম, গোমতি ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া,বর্ণাল ইউনিয়ন বিএপির সভাপতি আব্দুলমমিন সহ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।