রংপুরের গঙ্গাচড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (১৩জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে শুরুতেই ভার্সুয়ালী যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ১০টি উদ্যোগে মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। নারী ক্ষমতায়নের দিকে নারীরা অনেক দূর এগিয়ে গেছে। সর্বক্ষেত্রে এখন নারীতের সম্পৃক্ততা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চান প্রতিটা সেক্টরে নারীরা থাকুক। জেলা প্রশাসক বলেন, আশ্রয়ের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটি মানুষও গৃহহীন থাকবে না। মানুষ যখন আশ্রয় পাবে তখন আমাদের মাথাপিছু আয় আরো বাড়বে। জিবন যাত্রা মান বাড়ে।
শিক্ষার ক্ষেত্রে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এছাড়া সরকার সকল সেক্টরের মানুষতের জন্যে চিন্তা করছেন এবং জিবনমান উন্নয়নে কাজ করছেন পাশাপাশি বিভিন্নরকম সেবা পাচ্ছে সাধারণ অসহায় ও অবহেলিত মানুষসহ বিভিন্ন রোগীরাও। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে জাতির পিতার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অগ্রগতি আরও উন্নতি করার জন্য সকল উদ্ভাবনী উদ্যোগে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এসময় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী সম্পর্কে ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন। এছাড়া কর্মশালায় অংশ গ্রহণ করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিকনেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, প্রশিক্ষণার্থীরা দিনব্যাপী কর্মশালায় ৫ গ্রুপে ৫০ জন সদস্য এতে অংশগ্রহন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।