মোঃ শাহিন আলম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে গরু রাখার ঘরে বিদ্যুৎস্পৃষ্টে আমেনা খাতুন নামের গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া গৃহবধূ হেমনগর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানান, আমেনা খাতুন সকাল ১০টার দিকে গরুর গোয়াল ঘরে বিদ্যুৎতের সুইচ দিতে গিয়ে তারে জড়িয়ে যায় দীর্ঘ সময় গোয়াল ঘর থেকে বের না হওয়ায়, তাকে ডাকতে গিয়ে মৃত্যু অবস্থায় পরে থাকতে দেখেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে গৃহবধূ মারা গিয়েছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।