বলিউড অভিনেতা অনিল কাপুর। মায়ের স্মৃতিচারণ করে কাঁদলেন এই অভিনেতা। বর্তমানে তার পরবর্তী ‘যুগ যুগ জিও’ সিনেমার প্রচারে ব্যস্ত অনিল কাপুর। এর ধারবাহিকতায় ‘সুপারস্টার সিঙ্গার টু’ রিয়েলিটি শোয়ে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। অনুষ্ঠানে এক প্রতিযোগীর গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা।
মা নির্মলা কাপুর ও তার ছোটবেলার দিনগুলো মনে করে কেঁদে ফেলেন। মূলত, অনিল কাপুর যে গান শুনে আবেগপ্রবণ হন সেই প্রতিযোগীর মা সেলাই মেশিন দিয়ে তাকে পোশাক তৈরি করে দেন। তাদের সঙ্গে কথোপকথনের সময় অনিল কাপুর জানান, এই অভিনেতার মা-ও তার জন্য কাপড় সেলাই করতেন।
কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন অনিল কাপুর। ‘যুগ যুগ জিও’ সিনেমায় অভিনেতা বরুণ ধাওয়ানের বাবার চরিত্রে অভিনয় করছেন অনিল। অন্যদিকে বরুণের মায়ের ভূমিকায় আছেন নীতু কাপুর। এছাড়া সিনেমাটিতে কিয়ারা আদভানিকেও দেখা যাবে। আগামী ২৪ জুন মুক্তি পাবে ‘যুগ যুগ জিও’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।