“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগানে দিনাজপুরের নবাবগঞ্জে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পিভিএম জেলা কমান্ডার আনসার ও গ্রাম প্রতিরক্ষা মোঃ হাসান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শুভ্র প্রকাশ চক্রবর্তী ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সহ সকল সাংবাদিক বৃদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভিন আক্তার।

উপজেলা সমাবেশে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যগণ।