নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সফরে তামিম-মাহমুদউল্লাহদের সঙ্গী হয়েছেন তারকা পেসার রুবেল হোসেন। আগামী ২০ মার্চ ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে টাইগারদের।
তার আগে কুইন্সটাউনে প্রস্তুতি জোরদার করছেন তামিম-রুবেলরা। মাঠে রুবেল যখন নিজের প্রস্তুতি ঝালাইয়ে ব্যস্ত তখন দেশে থাকা তার স্ত্রী দোলা হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার সেই স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
সোমবার সন্ধ্যায় দোলা হোসেনের দেয়া স্ট্যাটাসটিতে এক ঘণ্টার মধ্যে সাড়ে চার হাজার ফেসবুক ব্যবহারকারী লাইক দিয়েছেন। মন্তব্য করেছেন ৪২৩ জন। স্ট্যাটাসটি শেয়ার করেছেন ২৯ জন।
স্ট্যাটাসে দোলা হোসেন লেখেন- ‘যারা সৎপথে ধনী হয়, তারা ফুটানি দেখায় না। ফুটানি দেখায় তো তারা, যারা অসৎ উপার্জনে কোটিপতি হয়।’
দোলা হোসেনের এমন স্ট্যাটাসের পরপরই নিউজিল্যান্ডে থাকা রুবেল হোসেন লেখেন- শতভাগ সঠিক।
ক্রিকেট সমর্থক-বিশ্লেষকদের অনেকেই বলাবলি করছেন হঠাৎ কেন এমন স্ট্যাটাস দিলেন রুবেল হোসেনের স্ত্রী। অনেকে বলাবলি করছেন- হয়তো রাগ ক্ষোভ থেকে এমনটি হতে পারে।
রুবেল হোসেন জাতীয় দলের হয়ে ১০৩ ওয়ানডে, ২৭ টেস্ট ও ২৭ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ১৯০ উইকেট শিকার করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।