ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই রাজনীতিবিদ নূপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে অবমাননা করার প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলায় মানববন্ধন করেছে উপজেলার সাধারণ রাসুল প্রেমিক যুবক দল ও সাধারণ তৌহিদী জনতা।

শুক্রবার (১৭ জুন) জুমার নামাজের পরে উপজেলার খামারপাড়া ইউপির কায়েমপুর থেকে চেহেলগাজী বাজার পর্যন্ত প্রায় ১০ হাজারেরও বেশি মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে জাতীয় মুফাচ্ছির পরিষদের সদস্য হাফেজ মাওলানা নুরুজ্জামান এর নেতৃত্বে সাধারণ তৌহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন চেহেলগাজীর দারুল আরকাম কিন্ডারগার্টেন মাদারাসার পরিচালক মাওলানা আমিনুল ইসলাম, বক্তব্য রাখেন ভান্ডারদহ বকুলতলা মাদারাসার শিক্ষক মাওলানা মইনুল ইসলামসহ আরও অনেকেই বক্তব্য রাখেন। তারা বলেন, ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এবং তার সহধর্মিণী উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং নভিন জিন্দাল যে কটূক্তি করেছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি। যেখানে আমাদের নবী (সা.)-এর চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তা’য়ালা সনদ প্রদান করেছেন, সেখানে তারা কিভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস পায়। বিজেপি সরকার তাদের দুই নেতাকে গ্রেপ্তার করে থেমে থাকলেই হবে না, তাদের শাস্তির আওতায় আনতে হবে।

এ সময় রাসুল প্রেমিক সাধারণ যুবকরা সরকারকে রাষ্ট্রীয়ভাবে হযরত মুহাম্মদ (সা.) এবং হযরত আয়েশা (রা.)-কে অবমাননার প্রতিবাদ জানানোর জন্য অনুরোধ করেন। তারা বলেন, আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানাব, তিনি যেন ভারত সরকারকে রাষ্ট্রীয় প্রতিবাদ জানান। এছাড়াও ইসলাম এবং মহানবী (সা.)-কে কেউ কটূক্তি করার সাহস না পায় সেজন্য সংসদে আইন করার অনুরোধ জানায়।

উল্লেখ্য, গত মাসে এক টেলিভিশন বিতর্কে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার সেই বক্তব্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। বিজেপির দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন জিন্দাল সেই বক্তব্যের সমর্থন করে টুইট করেন। তাদের এসব মন্তব্যকে ভারতে বিদ্যমান তীব্র ধর্মীয় বিভাজনের প্রতিফলন বলছেন সমালোচকরা।