জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুর। কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেছেন। এক সাক্ষাৎকারে এই অভিনেতার মা অভিনেত্রী নীতু কাপুর জানিয়েছেন, বিয়ের পরে বদলে গেছেন তার ছেলে। তবে তা ইতিবাচক পরিবর্তন।
চলতি বছরের দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর। বিয়ের দুমাস না যেতেই নাকি বদলে গেছেন রণবীর, এ কথা জানিয়েছেন খোদ তার মা নীতু কাপুর।
নীতু কাপুর অভিনীত সিনেমা ‘যুগ যুগ জিও’। বর্তমানে সিনেমাটির প্রচার করছেন তিনি। এরই ধারাবাহিকতায় সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন। রণবীর প্রসঙ্গে নীতু বলেন, ‘আমি আজ খুবই খুশি। আলিয়া তাকে অনেক ভালোবাসা দিয়েছে।
আমি রণবীরের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি। দু’জনকে একসঙ্গে দেখে খুব আনন্দ হয়। আলিয়া আমাদের পরিবারে আসায় অনেক খুশি হয়েছি। জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং আমি সন্তুষ্ট। একটা টেনশন হতো— বিয়ে হচ্ছে না, বিয়ে কবে হবে, এখন সেই দুশ্চিন্তা আর নেই।’
অনেকটা পারিবারিকভাবেই রণবীর-আলিয়ার বিয়ে হয়েছে। এ প্রসঙ্গে নীতু বলেন, ‘এটি অনেকের জন্যই দৃষ্টান্ত হতে পারে। বড়সড়ো বিয়ের অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই।
এমন একটা অনুষ্ঠান প্রয়োজন যেখানে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে আনন্দ করতে পারবেন। তা না করে আমরা তো অন্যদের খুশি করতেই ব্যস্ত হয়ে পড়ি।’
পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলের বাস্তুতে পাঞ্জাবি রীতিতে রণবীর কাপুর ও আলিয়ার বিয়ে হয়। পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনেকটা ঘরোয়া এবং সাধারণ আয়োজনে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।