অ্যান্টিগায় প্রথম টেস্টের তৃতীয় দিন শেষেই পরাজয় পথে বাংলাদেশ। জয় থেকে মাত্র ৩৫ রান দূরে ক্যারিবীয়রা, হাতে ৭ উইকেট। প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ২৪৫।
দলের এই বাজে অবস্থার জন্য ব্যাটারদেরকে দায়ী করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘এটা ভালো নয়।
দুই ইনিংসেই অনেক বাজে আউট , ব্যাট হাতে অনেক বাজে সিদ্ধান্ত। প্রথম ইনিংসে ১০৩ রান- এর চেয়ে বেশি রান করা উচিত ছিল। দ্বিতীয় ইনিংসেও ২৪৫ রানের চেয়ে বেশি রান করা যেত, এটাই শেষ কথা।
এই টেস্টে অনেক সহজ ডিসমিসাল হয়েছে।’ প্রধান কোচ আরও বলেন, ‘এই মুহূর্তে ব্যাটাররা সবাই আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছে। মুমিনুল, শান্তদের মতো বড় খেলোয়াড়রা আত্মবিশ্বাসের ঘাটতিতে আছে।
ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় ব্যাপার এবং এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে কোনো আত্মবিশ্বাস নেই। ’
ব্যাটারদের নিয়ে হতাশ হলেও বোলারদের নিয়ে সন্তষ্ট ডমিঙ্গো। তিনি বলেন, ‘উভয় ইনিংসে বোলাররা দারুণ করেছে, এই পিচে প্রতিপক্ষকে ২৬০ এর মধ্যে আটকে দিয়েছে। গত দুই দিনে বোলারদের প্রচেষ্টায় আমি গর্বিত। ’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।