২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে আমি নিঃস্ব হয়ে যাব গানটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেন তিন ক্যাটাগরিতে। কণ্ঠশিল্পী চন্দন সিনহা, গীতিকার কবির বকুল ও সুর-সংগীতকার কৌশিক হোসেন তাপস। প্রায় ৯ বছর পর এবার নতুন করে গানটি গাইলেন এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।
সম্প্রতি বিএফডিসিতে সেট ফেলে গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরীন। চলতি মাসেই গানটি মুক্তি পেতে পারে ইউটিউবে। এই প্রসঙ্গে চন্দন সিনহা বলেন, ইমরান এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার এখন ভালো একটা জনপ্রিয়তা আছে। গানটি সে নতুন করে করেছে। আমার কাছে ভালো লেগেছে।
গানটি প্রসঙ্গে ইমরান বলেন “আমি সিঃস্ব হয়ে যাব’ গানটি একদিন চন্দন সিনহা দাদা এবং কবির বকুল ভাইয়ের সামনে গুন গুন করছিলাম। আমি বলছিলাম যে গানটি আমার প্রিয় । তখন চন্দন সিনহা দাদা বললেন যে তাহলে তুমি গানটির তোমার একটি ভার্সন করো না । লোভ সামলাতে পারলাম না , অবশেষে গানটির একটি ভার্সন করলাম ।
গানটির ভিডিও তে আমার সাথে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। এবং ভিডিও পরিচালনা করেছেন হিরা ভাই । আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই তাপস ভাইকে অসাধারণ সুর ও সংগীত এর জন্য। সারিকা বলেন, ‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। কখনো মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজের একটু ভিন্নতা আনা উচিত।
গীতিকার কবির বকুল ভাই মিউজিক ভিডিওর গল্প ভালোভাবে বোঝানোর পর মনে হয়েছে, কাজটি করা যায়। তা ছাড়া ইমরানও এ সময়ের জনপ্রিয় শিল্পী। সব মিলে কাজটি করেছি। ইমরান জানান, আগামী সপ্তাহে তাঁর নিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র মুক্তি পেতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।