লিওনেল মেসির জাতীয় দল ও ক্লাব সতীর্থ লিয়ান্দ্রো পারদেস। সেই পারদেস এবার বিস্ফোরক অভিযোগ করলেন মেসির বিরুদ্ধে। দুবছর আগে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে মেসি নাকি তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। এমন বিস্ফোরক অভিযোগ করেছেন পারদেস।
ঘটনাটি চ্যাম্পিয়নস লিগের ২০২০-২০২১ মৌসুমে। পিএসজি নিজেদের মাঠে প্রথম লেগে ১-১ গোলের ড্র নিয়ে শেষ ১৬ এর দ্বিতীয় লেগ খেলতে গিয়েছিল ন্যু ক্যাম্পে। সে ম্যাচে পিএসজি ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল বার্সাকে।
ম্যাচের একপর্যায়ে পারদেস তাঁর সতীর্থের উদ্দেশ্য কিছু বলেছিলেন। সেই মুহূর্তে মেসি আবার তাঁর পাশে ছিলেন। মেসি এ সময় পারদেসের কথা শুনে রাগান্বিত হন। শুধু তাই নয়, তাঁকে মেরেও ফেলতে চেয়েছিলেন মেসি।
সে সময়কার ঘটনা নিয়ে পিএসজির এই মিডফিল্ডার বলেন, ‘সতীর্থের উদ্দেশ্যে কিছু বলেছিলাম। মেসি তা শুনে খুবই রাগান্বিত হন। এরপর অকথ্য ভাষায় গালি দেন আমাকে। এমনকি তিনি আমাকে মেরেও ফেলতে চেয়েছিলেন। আমি রাগে দুঃখে বাড়ি চলে যেতে চেয়েছিলাম।’
অতীতকে ভুলে পরে অবশ্য মেসি ও পারদেস ক্লাব সতীর্থ এবং ভালো বন্ধু হয়েছেন। মেসিকে নিয়ে এখন ২৭ বছর বয়সী এই ফুটবলারের মূল্যায়ন, ‘ঘটনাটির পরে জাতীয় দলের হয়ে খেলার সময় তিনি এমন ভাব করেছিলেন যেন এ রকম কিছু ঘটেনি।
একজন মানুষ হিসেবে তিনি কেমন তা আমাকে দেখিয়েছেন। এখন এটি নিয়ে কথা উঠলেই দুজনে মজা করি। তবে সে সময় তিনি সত্যি রাগান্বিত ছিলেন এবং মেরে ফেলতে চেয়েছিলেন।’
গত বছর মেসি-পারদেস কোপা আমেরিকা জিতেছেন। এবার তাঁদের লক্ষ্য কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া। কাতার বিশ্বকাপের আগে তাঁদের দল আর্জেন্টিনাও আছে দারুণ ছন্দে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।