সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা কবলিত এলাকা সরাসরি পরিদর্শনে আজ মঙ্গলবার (২১ জুন) হেলিকপ্টার যোগে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক সাক্ষরিত পত্রে জানানো হয়েছে, বহরে দুটি হেলিকপ্টার থাকবে।
একটিতে থাকবেন প্রধানমন্ত্রী। প্রটোকল পত্রে উল্লেখ রয়েছে, প্রধানমন্ত্রী সকাল ৮টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওয়ানা করে নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে হেলিকপ্টার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
নির্ধারিত সরকারি কর্মসূচি শেষে বেলা ১টায় প্রধানমন্ত্রী ঢাকায় প্রত্যাবর্তন করবেন। প্রধানমন্ত্রীর সাথে তার ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রীসহ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ থাকবেন। দু’টি হেলিকপ্টারে অন্তত ৩০ জন সফরসঙ্গী সাথে থাকবেন বলে জানা গেছে। বিমানবন্দর থেকে তিনি সিলেট সার্কিট হাউসেও যেতে পারেন জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, ভারতের আসাম ও মেঘালয়ের রেকর্ড বৃষ্টি চরম দুর্ভোগ নিয়ে এসেছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। মৌসুমের তৃতীয় দফা বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে সিলেট ও সুনামগঞ্জের অন্তত ৪০ লাখ মানুষ। বন্যায় পানিবন্দি মানুষের মধ্যে হাহাকার ও আর্তনাদ চলছে। আশ্রয়ের খোঁজে পানি-স্রোত ভেঙে ছুটছে মানুষ। শিশুরা বাদে বেশি বিপদে আছেন বয়স্করা। আটকেপড়াদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেয়া হচ্ছে। যেখানেই শুকনো ও উঁচু জায়গা পাওয়া যাচ্ছে সেখানেই আশ্রয় নিচ্ছে মানুষ।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক সাক্ষরিত পত্রে সফরসঙ্গীর তালিকাতে আছেন প্রধানমন্ত্রীর সাথে হেলিকপ্টারে থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফ’র মহাপরিচালক, সামরিক সচিব, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকসহ ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ।
অন্য হেলিকপ্টারে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মন্ত্রী; পররাষ্ট্রমন্ত্রী; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী; পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী; আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য মির্জা আজম, আহমদ হোসেন অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সিলেটের কোনো সাংবাদিককে সংবাদসংগ্রহে পাসকার্ড ইস্যু করা হয়নি। বিটিভির একজন ক্যামেরাপার্সন এবং ৪ জন সাংবাদিক ঢাকা থেকেই প্রধানমন্ত্রীর বহরে যুক্ত হবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।