ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। সাধারণত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমায় বেশি দেখা যায় তাকে। ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবেও দারুণ খ্যাতি কুড়িয়েছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পর সাই পল্লবীকে নিয়ে প্রেমের গুঞ্জন খুব একটা চাউর হয়নি। প্রেম-বিয়ে নিয়ে কথা বলতেও দেখা যায়নি তাকে। এখনো অবিবাহিত; ব্যক্তিগত জীবনে একা বলেই দাবি তার।
কিন্তু ৩০ বছর বয়েসী এই অভিনেত্রীর কেমন পুরুষ পছন্দ? সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজেই। সাই পল্লবী বলেন—‘আমি সেইসব ছেলেদের পছন্দ করি, যার হৃদয়টা খুব সংবেদনশীল। তারা যদি হৃদয় থেকে কিছু বলে আমি তা শুনতে পছন্দ করি। যারা নিজেকে নিয়ে গর্ববোধ করে সেসব পুরুষদের আমার পছন্দ নয়। যদি কেউ ফিট থাকে তবে তার বডি বিল্ড করারও প্রয়োজন নেই।
যারা মেয়েদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করে না এবং আত্মত্যাগী তাদেরকে আমার পছন্দ। সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিরতা পারভাম’। বেনু উড়ুগুলা পরিচালিত এ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন রানা দাগ্গুবতী। তেলেগু ভাষার এ সিনেমা গত ১৭ জুন মুক্তি পেয়েছে। নব্বই দশকে তেলেঙ্গানায় নকশালবাদের পটভূমিতে গড়ে উঠেছে ‘বিরতা পারভাম’ সিনেমার কাহিনি।
এতে কমরেড রাবনার চরিত্রে অভিনয় করেছের রানা দাগ্গুবতি। রাবনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বেনেলার। আর এই বেনেলা চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। এ ছাড়াও অভিনয় করেছেন—প্রিয়ামনি, নন্দিতা দাস, নবীন চন্দ্র, ঈশ্বরী রাও, সাই চন্দন প্রমুখ। গত ৯ মে ছিল সাই পল্লবীর জন্মদিন। এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন তিনি। ‘গার্গি’ শিরোনামের এই সিনেমা পরিচালনা করছেন গৌতম রামচন্দ্রন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।