সমুদ্রসৈকতের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাইকেল থেকে পড়ে যাওয়া নিয়ে এবার কটাক্ষ করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুধু তা-ই নয়, তার উদ্যোগে তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয় নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ট্রাম্প। খবর বিজনেস স্ট্যান্ডার্ডে।
আমেরিকা ফ্রিডম ট্যুরের এক র্যালিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি তিনি (জো বাইডেন) সুস্থ হয়ে উঠেছেন। আমি আপনাদের কাছে আজ প্রতিশ্রুতি দিচ্ছি— আমি কখনো সাইকেলে চড়ব না।’
এদিকে ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প, যেখানে বাইডেনের সাইকেল থেকে পড়ে যাওয়ার দৃশ্যের সঙ্গে নিজের গলফ খেলার ভিডিও যুক্ত করে দেন।
স্থানীয় সময় শনিবার সকাল পৌনে ৯টার দিকে দেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোত সমুদ্রসৈকতের কাছে বাইডেন সাইকেল থেকে পড়ে যান।
স্ত্রীর সঙ্গে ৪৫তম বিবাহবার্ষিকী উদযাপনে ওই এলাকায় যান প্রেসিডেন্ট বাইডেন। বিবাহবার্ষিকীর উদযাপন ছাড়াও দুর্ঘটনার কারণে স্মরণীয় হয়ে থাকল তার এই বিশেষ সময়টা।
ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজনের সঙ্গে লাইন ধরে সাইকেল চালিয়ে আসছেন বাইডেন। একপর্যায়ে হঠাৎ পড়ে যান তিনি। তাকে টেনে তোলেন কয়েকজন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের সঙ্গে কথা বলার জন্য থামলে তখন সাইকেল থেকে তিনি পড়ে যান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।