অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা আওয়ামীগের সহ সভাপতি ডাঃ মোশারফ হোসেন, সাদেকুল ইসলাম, মোজাম্মেল হক,উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, হাফিজুর ইসলাম, সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক, সায়েম সবুজ, শাহ আলম,
যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার ঘোষ,স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান জনি, সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু সহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।