নীলফামারীর ডোমার উপজেলায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সরাসরি দেখানো ও আনন্দ সোভাযাত্রা প্রদক্ষিণ করা হয়েছে।

শনিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী,

 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন্নবী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, পৌর প্যানেল মেয়র সেলিম রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।

অপরদিকে দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য সোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদ্মা সেতু উদ্বোধনী আনন্দ উদযাপন করেন।

এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রজেক্টেরের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান দেখার ব্যবস্থা করেন।