বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ছাত্রলীগের পক্ষ হতে আজ ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আবুল কাশেম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শাহ আলীমুজ্জামান বেলাল, অধ্যাপক হোসনে আরা বেগম, ছাত্রকল্যাণ পরিচালক মোহাম্মদ আলী সহ অন্যান্য শিক্ষক, সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বুটেক্স ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জয়ের উপস্থিতিতে এবং নির্দেশনায় ছাত্রলীগ নেতৃবৃন্দ অত্যন্ত সুন্দরভাবে এ অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠান শেষে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে কেক কাটা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রলীগের নেতৃবৃন্দ সকলে অংশ নেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।