কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় দক্ষিণ চেঁচরীর গ্রামের মৃত জয়নাল ফরাজির মেয়ে জোসনা বেগম জমি জখল ও ভয়ভীতির প্রতিবাদে তার চাচা শাহজাহান ফরাজির বিরুদ্ধে ২৬ জুন রবিবার দুপুরে কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে সংবাদ সম্মলন করে চাচার অপকর্মের কথা তুলে ধরেন।

জোসনা তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতার মৃত্যুর পরে আমার চাচা শাহজাহান ফারাজি আমার পিতার সম্পত্তি জোরপূর্বক দখল করে। দখলকৃত জমি দক্ষিন চেঁচরী মৌজার জেএল নং-০৩, এস খতিয়ান ১১৬০ এবং ১১৫৭.

জোসনা আরো বলের, আমরা এর প্রতিবাদ করিতে গেলে বিভিন্ন সময় মিথ্যা হয়রানি মুলক অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে। মিথ্যা মামলা সহ নানা ধরনের ভয়ভীতি দেখায়। এবং আমার পিতার বসৎ ঘর থেকে আমার মা সহ আমাদেরকে জোরপূর্বক বের করে দেয়। এ বিষয়ে নিয়ে স্থানীয় ভাবে সালিস বৈঠকের সে কোন তোয়াক্কা করে না। আমাদের মা সহ আমাদের স্ব পড়িবারে হত্যার হুমকি দেয়।

অত্যান্ত দুঃখের বিষয়ে আমার পিতার পুত্র সন্তান না থাকায় এই সুবাদে নানা হয়রানি করে আসছে। লোকজন নিয়ে এসে বলে, দুই মাসের মধ্যে বাড়ি না ছারলে তোদের স্ব পরিবারে হত্যা করবো।