পদ্মা সেতু নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে গান। এবার হলো সিনেমা। এটির নাম রাখা হয়েছে ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’। বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন আলী আজাদ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাঞ্জু জন ও অলিভিয়া মাইশা।
২৩ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা প্রতিষ্ঠান বাংলা টকিজ। যেখানে অলিভিয়া মাইশা ও সাঞ্জু জনকে দেখা গেছে। তার পেছনে দাঁড়িয়ে আছে স্বপ্নের পদ্মা সেতু। নানন্দিক এ পোস্টারটি ডিজাইন করেছেন রাকিব হোসেন।
আলী আজাদ ছবির গল্প প্রসঙ্গে বলেন, এটি অফ ট্র্যাকের ছবি। পদ্মা সেতুকে নিয়ে আমার প্রত্যয় এবং অহঙ্কারের একটি গল্প বলতে চেয়েছি। আশা করি দর্শকরা নিরাশ হবেন না। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি গল্পের ছবি উপহার দেব বলে।
এতে অভিনয় প্রসঙ্গে সাঞ্জু জন বলেন, এই সিনেমাতে আমি একেবারে নতুনরূপে হাজির হতে যাচ্ছি, যা দর্শকদের ভালো লাগবে। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অনেক কষ্ট করছি।
এই সিনেমার মধ্য দিয়েই বড়পর্দায় অভিষেক হচ্ছে অলিভিয়া মাইশার। পদ্মা সেতু এলাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।
প্রযোজক জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে সিনেমার ট্রেলার প্রকাশ পাবে।
সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শাহিন খান, শান্তা পাল প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।