নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে প্রক্টর হিসেবে দায়িত্বপালন করবেন বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
মঙ্গলবার (২৮ জুন )বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্রাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে পুনরায় ২য় মেয়াদে নিম্নোক্ত শর্তে প্রক্টর পদে নিয়োগ দেয়া হলো।
শর্তগুলো হলোঃ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আপনার এই নিয়োগ বিবেচিত হবে।বিধি মোতাবেক আপনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং পরবর্তী ৩ বছর এই নিয়োগ কার্যকর থাকবে।
উল্লেখ্য,ইতিপূর্বে দুইবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্বপালন করেন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবে ২ মেয়াদে দায়িত্বপালন করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।