ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি,
স্থানীয় সুশীল সমাজ, চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টিজ, প্রেসক্লাব, রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠি ও সংখ্যালঘু জনগোষ্ঠীদের অংশ গ্রহণে ‘মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ’ নিয়ে সকাল ১০টা থেকে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য বর্ননা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিম আরা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্য আলোচক ও বিভিন্ন গ্রুপে ওয়ার্ক সমস্য চিহিৃত করণ ও সার সংক্ষেপ উপস্থাপন করেন উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম,
উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, বনবিভাগের মো. জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আলভীর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পৃথ্বীস কুমার দাস, প্রোগামার দিজেন্দ্র নাথ বিশ্বাস,
পল্লী ব্যাংক ব্যবস্থাপক সঞ্জিত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু,
উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পর্যায়ের ৫৫জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।