স্রষ্টার সন্ধানে

মো: মামুন মোল্যা

শত শত দিন;
কত যে বছর উন্মত্ত উদাসীন হেঁটে চলেছি ভবে মুক্ত ভাবে কিন্তু নিরুৎসাহ মর্ম।

গভীর নক্তে চাঁদের দীপ্তে আলোকিত,
পুষ্পের সৌরভে স্নিগ্ধ প্রকৃতি;

কত শত পাখির কুহু তানে মানুষ মুগ্ধ,
জোনাকির ঝিঁঝিঁ শব্দে কিংবা নিভু নিভু
আলোয় আলোকিত আঙিনা;

ভোরের কুয়াশা ভেদিয়া রক্তিম সূর্যোদয়,
হর্ষে দিশাহারা প্রকৃত্রি!

কে যে এর কারিগর? ছুটেছি সেই স্রষ্টার সন্ধানে।

মহা বিশ্ব আচমান জমিনের মাঝে আছে কত কি?

দেখি নদীর স্রোতে সমুদ্রের ঢেউ,আঁচড়ে পড়ে পাথরের বক্ষে;
নীরদ ক্রন্দন কিংবা দমকা হাওয়ায়
প্রকৃতি লন্ডভন্ড!

কে যে এর কারিগর ?চলছি তাঁর সন্ধানে !
শ্রেষ্ট জীব;ভাবতে ভাবতে বড্ড ক্লান্তে হতশায় মগ্ন।