যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

পদের নাম: ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট, এফএসএন-০৮
পদের সংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিকম বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্থানীয় এয়ারলাইনস রিজার্ভেশন অফিসে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ভ্রমণসংক্রান্ত কোনো কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ট্রাভেল ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। ডেভেলপমেন্ট এজেন্সির কাজে পারদর্শী হতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসে ১ লাখ ৪০ হাজার ২০৩ থেকে ২ লাখ ৫১ হাজার ৯৯৫ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: দুটি উৎসব বোনাসসহ টিএ, মোবাইল ফোন বিল, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, ইনস্যুরেন্স ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীরা ইউএসএআইডির ওয়েবসাইটের এ এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ১২ জুলাই ২০২২।