খুলনার পাইকগাছায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। পুরাতন পরিবহন চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। উদ্ধোধক ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপি আহবায়ক এ্যাড শফিকুল আলম মনা। বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু, সেচ্ছাসেবক দল সভাপতি তৈয়েবুর রহমান, তসলিমা খাতুন ছন্দা,
জেলা যুবদল সভাপতি শামীম কবির, জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। উপস্থিত ছিলেন, জেলা নেতা মোল্যা খায়রুল ইসলাম, গোলাম মোস্তফা তুহিন, এনামুল হক সজল, শেখ সরোয়ার, আতাউর রহমান রুনুসহ বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের জেলা উপজেলা ও ইউনিয়ন হত আগত নেতৃবৃন্দ।
পরে পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে ও যোগদান করেন প্রধান অতিথি এবং কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট গ্রহণ পর্যবেক্ষণ করেন। সম্মেলনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদে দু-জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ৭১০ জন কাউন্সিলরের মধ্যে ৬৩০ ভোট প্রদান করেন। সভাপতি পদে ডাঃ আব্দুল মজিদ ৫৩৪ভোট, সম্পাদক পদে এস এম এনামুল হক ৩২৪ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেন ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।